জাহেদ হাসান •
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় কলাতলীতে অভিযান চালিয়ে ৬শত পিস ইয়াবাসহ ১ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শুক্রবার ১৬ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে কক্সবাজার সদর মডেল থানাধীন চন্দ্রিমা মাঠ রেস্টহাউজ মোড়ে অবস্থিত আদর্শ লাইব্রেরী এন্ড স্টোরের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মহিলাকে আটক করে।
আটক আসামী মাহমুদা বেগম ( ৪০), পিতা- আজিউল্লাহ, সাং- পূর্ব কলাতলী, ১ নং ওয়ার্ড, ঝিলংজা, কক্সবাজার সদর।
আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-