চ্যানেল 24 :
কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদির অবৈধ সম্পদ অর্জনের মামলায় স্বাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।
সাক্ষ্যগ্রহণের দিন থাকায় আজ আদালতে উপস্থিত ছিলেন বদি। তবে মামলার বাদি দুদকের উপপরিচালক আবুল কালাম আজাদ কোভিড আক্রান্ত হয়ে উপস্থিত হতে না পারায় ৩ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়।
দুদকের আইনজীবী জানান, আবদুর রহমান বদির বিরুদ্ধে ৪৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় এ মামলা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-