অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাবেক এমপি বদি

অনলাইন ডেস্ক •

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। দুর্ঘটনায় তাকে বহনকারী গাড়ির সামনের দিকের একপাশের অংশ দুমড়ে মুচড়ে গেলেও তার কোনো ক্ষতি হয়নি।

দুর্ঘটনায় আবদুর রহমান বদি অক্ষত আছেন তার গাড়ি চালক মো. নন্না মিয়া নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে বদির গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

এ তথ্য নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছির আরফাত।

আবদুর রহমান বদি গণমাধ্যমকে জানিয়েছেন, কক্সবাজার থেকে মামলার হাজিরা দিতে চট্টগ্রাম যাওয়ার পথে লোহাগড়ায় পৌঁছালে সেখানে বিপরীতমুখী আসা একটি বিস্কুট কোম্পানির কাভার ভ্যান আমার গাড়িতে ধাক্কা দেয়। এতে বদির গাড়ির সামনের পাশের অংশ দুমড়ে মুচড়ে যায়। তিনি অক্ষত ও সুস্থ্য আছেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছির আরফাত জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাভার ভ্যানটিকে আটক করে থানা হেফাজতে নিয়ে এসেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

আরও খবর