জাহেদ হাসান •
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার সোনার পাড়া এলাকার এক মাদক ব্যবসায়ীকে ৪ হাজার ৪শত পিস ইয়াবাসহ আটক করেছে।
মঙ্গলবার( ১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের নির্দেশনায় ও পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে কক্সবাজার সদর মডেল থানাধীন হোটেল মোটেল জোন এলাকার আমারী রিসোর্ট নামীয় আবাসিক হোটেলের ৩য় তলার ২০৯ নং কক্ষে অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক আসামী রহমত শরীফ (২৮), পিতা- মোঃ আলম, সাং- সোনারপাড়া,৩ নং ওয়ার্ড, জালিয়াপালং, উখিয়া-কক্সবাজার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, আটক আসামীর কাছ থেকে ৪ হাজার ৪শত পিস ইয়াবা ও Honor 8A মডেলের একটি এন্ড্রয়েড মোবাইল সেট জব্দ করা হয়।
জিজ্ঞেসাবাদে সে দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে এবং মাদকবিরোধী আমাদের এই অভিযান চলমান থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-