ক্যাম্প ছেড়ে পালাতে গিয়ে অস্ত্রসহ ১৬ রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় অস্ত্রসহ ১৬ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার উখিয়ার বালুখালী চেকপোস্ট ও সোনারপাড়া চেকপোস্টে অভিযান চালিয়ে ওই ১৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- জিয়াউর রহমান, মো. উসমান, সৈয়দ উল্লাহ ও মো. রফিক। তারা উখিয়ার বালুখালী ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।

অপরদিকে, শনিবার সকালে উখিয়ার সোনারপাড়া চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১২ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তারা হলেন- এজাজুল হক, রহমত উল্লাহ, সোনা মিয়া, রশিদ উল্লাহ, ইয়াছের, উসমান, ইসমাঈল, কবির আহম্মদ, সুলতান আহম্মেদ, আইয়ুব সালাম, আবুল কাশেম ও মো. রফিক উল্লাহ।

কক্সবাজারের এপিবিএন-১৬ এর অধিনায়ক (এসপি) মো. হেমায়েতুর রহমান জানান, গ্রেফতাররা কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন। তারা গ্রেফতারের ভয়ে ক্যাম্প ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর