প্রেস বিজ্ঞপ্তি •
উখিয়ার টাইপালং এলাকায় ৯ অক্টোবর (শুক্রুবার)
টাইপালং সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী ও শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওমর ফারুক আল মামুন মিঠু’র সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচী ও শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন টাইপালং সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু রাশেদ নোমান।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ উল্লাহ,সহযোগী অধ্যাপক (ইতিহাস বিভাগ) কক্সবাজার সরকারী কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফেজ নুরুল আমীন মাহমুদ,
(সুপার)রহমানিয়া দাখিল মাদ্রাসা,রামু,কক্সবাজার ও হযরত মাওলানা আব্দুর রহিম(সুপার), টাইপালং হামেদিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা।
উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জালাল আহমদ, প্রভাষক,(অর্থনীতি বিভাগ) উখিয়া কলেজ এবং বিশেষ আলোচক হিসবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শাহরিয়ার কামাল হিমু,উপ সহকারী প্রকৌশলী (সওজ) কক্সবাজার।
সভায় বক্তারা বৃক্ষ রোপনের গুরুত্ব ও তাৎপর্যের পাশাপাশি বৃক্ষ নিধনের বিরূপ প্রভাব ও তা থেকে উত্তরণের বিষয়ে বিশদ আলোচনা করেন।এ সময় বক্তারা বলেন,পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদ ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য গাছপালা লাগানো ও তার পরিচর্যার প্রয়োজন রয়েছে।
সভায় স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আবু রাশেদ নোমান।
আলোচনা শেষে টাইপালং এর বিভিন্ন এলাকা এবং রাস্তার ধারে গাছের চারা রোপন করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-