প্রেস বিজ্ঞপ্তি •
টেকনাফ প্রেসক্লাব সংস্কার বিষয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩ ঘটিকার সময় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মুহাম্মদ সৈয়দ হোসাইনের সভাপতিত্বে সাবেক প্রেসক্লাবের সভাপতি ইকবাল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ন আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা মোঃ আশেক উল্লাহ ফারুকী, সাবেক প্রেসক্লাবের সভাপতি কায়সার হামিদ, সাবেক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তাহের নঈম, গোলাম আযম খান, আবদুল্লাহ মনির, নুরুল হক, হুমায়ুন রশীদ,আব্দুর রহমান, ডাক্তার কায়সার পারভেজ চৌধুরী, জিয়া রহমান জিয়া, মোঃ রশিদ, মোহাম্মদ রমজান পটল ও জসিম উদ্দিন টিপু প্রমুখ।
সভা শেষে সকল সদস্যদের সম্মতিক্রমে পাঁচ সদস্যবিশিষ্ট প্রেসক্লাব সংস্কার উপ কমিটি গঠন করা হয়। এছাড়া প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-