নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কোটবাজারের উত্তর পাশে যাত্রীবাহী একটি ‘সী লাইন’ পরিবহণ নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে৷
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এ পরিবহণে থাকা প্রায় ১৫ জন যাত্রী আহত হয়। এতে নিহতের কোন খবর পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয়রা উখিয়া এবং কক্সবাজার হাসপাতালে ভর্তি করেছে৷
জানা যায়, ভাড়া নিয়ে পরিবহণটি উখিয়া থেকে কক্সবাজার যাচ্ছিল প্রায় ৩০ জন যাত্রী নিয়ে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন । তাৎক্ষণিক আহত যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-