ঢাকা থেকে ইয়াবা সুন্দরী এসেছিলো টেকনাফে: পাওয়া গেলো ইয়াবা

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা সেন্টমার্টিন পরিবহন নামে যাত্রীবাহ একটি গাড়ী থেকে সু-দুর ঢাকা থেকে ইয়াবা ক্রয় করতে আসা এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মাদকদ্রব্য অফিসে দায়িত্বরত পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী, ৮ অক্টোবর (বৃহস্পতিবার) রাত সাড়ে ৭টার দিকে টেকনাফ হোয়াইক্যং বিজিবি চেক পোস্ট সংলগ্ন টেকনাফ থেকে ঢাকার উর্দ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহি সেন্টমার্টিন পরিবহন নামক একটি গাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে এক নারী যাত্রীর সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫ শত ২৫পিচ ইয়াবা উদ্ধার করে এবং এই ইয়াবা গুলোর সাথে জড়িত তানহা ইসলাম প্রকাশ অনামিকা (২১) নামে এক নারী মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটক নারী হচ্ছে, ঢাকা তেজগাঁও নাখাল পাড়া এলাকায় বাড়া বাসায় বসবাসকারী রায়হান খান রিয়ানের স্ত্রী।

তিনি আরো জানান, ইয়াবাসহ আটক নারী স্বীকারোক্তি অনুযায়ী মাদক ব্যবসায় জড়িত টেকনাফ সদর ইউনিয়ন গোদাবিল এলাকার মৃত উলা মিয়ার পুত্র মির মোহাম্মদ (৪৮), এবং
মির মোহাম্মদ’র পুত্র মোঃ জামালকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আটক নারী মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর