গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ পৌরসভা সংলগ্ন নাফনদীর উপর গড়ে উঠা নতুন ট্রানজিট জেটি এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ কামাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে টেকনাফ কোস্টগার্ড।
অভিযানের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক (বিএন) এক প্রেস বার্তায় জানান, ৮ অক্টোবর (বৃহস্পতিবার) গভীর রাত ২টার দিকে গোপন সংবাদের তথ্য অনুযায়ী টেকনাফে কর্মরত কোস্টগার্ড সদস্যরা একটি অভিযান পরিচালনা করে সন্দেহ ভাজন এক ব্যাক্তির শরীর তল্লাশী করে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারে জড়িত উক্ত অপরাধীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত অপরাধী হচ্ছে, কামাল হোসেন (৪৮) পিতা অজ্ঞাত।
টেকনাফে কর্মরত কোস্টগার্ড সদস্যদের মাদক বিরোধী চলমান অভিযানের সার্বিক পরিস্তিতি বিষয় নিয়ে জানতে চাইলে টেকনাফ স্টেশনের দায়িত্বরত ইনচার্জ লেঃ কমান্ডার আমিরুল ইসলাম বলেন,
মিয়ানমার থেকে পাচার হয়ে ইয়াবা পাচার প্রতিরোধ করার জন্য কোস্টগার্ড সদস্যরা নাফনদি ও সাগর উপকুলীয় সীমান্তের বিভিন্ন পয়েন্টে সক্রিয় ভুমিকা পালন করে যাচ্ছে।
তারই সূত্র ধরে ইয়াবাসহ এই মাদক ব্যবসায়ী আটক করতে পেরেছি।
আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-