কবি আদিল উদ্দিন চৌধুরীর কবিতা

পরদোষ ত্যাগ করি
নিজ দোষ ধ্যানে
পোড়াঁও নিজ পাপ
নিজ শক্তি দানে,

অতীত স্মরণ কর-
কোথা হতে এলে?
আবার কোথা যাবে
ঠিকানা কি আছে?

রাতের আধাঁর মুছে
হও জ্যোাতির্ময়
নিজের ধ্যান ঞ্জান
সপোঁ নিরঞ্জনে,

তিনি শুধু একজন-
রাধেঁ বাড়ে বহুজন
তাঁর তরে ধন জন
তিনি হন মহাজন,
তিনি মহাশক্তি ধর।

 

আরও খবর