চকরিয়া প্রতিনিধি •
পারিবারিক কলহের জেরে নিজের ছেলে কলিম উল্লাহকে(২৬) খুন করেছে বাবা কামাল উদ্দিন।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে ধারালো অস্ত্রের আঘাতে আহত ছেলে রাতে মারা যায়।
বৃহস্পতিবার ভোরে চকরিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সরকারি হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ছেলে মারা যাওয়ার পর থেকে বাবা বাড়ি থেকে পালিয়ে আত্নগোপনে রয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মো. যুবায়ের বলেন, ‘পোস্টমর্টেম শেষে লাশ চকরিয়ায় আনা হবে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঘটনাটির ব্যাপারে থানায় এজাহার দেয়া হয়নি।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-