শফিক আজাদ •
কক্সবাজার উখিয়া কুতুপালং ক্যাম্পে গত সপ্তাহ খানেক সময় ধরে আরসা এবং মুন্না গ্রুপরে মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাংচুর, লুটপাট, খুন, অপহরণের ঘটনা ঘটে আসছে।
যার ধারাবাহিকতায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুতুপালং টু-ইস্ট ক্যাম্পের সি-ব্লকে আমিন মাঝির পাহাড়ে অগ্নিসংযোগ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১০/১২টি রোহিঙ্গাদের ঝুঁপড়ি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত-১১টা ১৫মিনিট) আগুন নিয়ন্ত্রণে এসেছে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ইমদাদুল হক বলেন, ক্যাম্পে দুর্বৃত্তের দেওয়া আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। তবে কয়টি স্থাপনা পুড়ে গেছে তা এখনো নিশ্চিত করা যায়নি।
এদিকে সন্ত্রাসীদের ভয়ে রোহিঙ্গারা বস্তি ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয়ের জন্য কাটাতাঁরের বেড়ার পাশে ভীড় করছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-