নিজস্ব প্রতিবেদক •
উখিয়ার ব্যস্ততম স্টেশন কোটবাজারে এতোদিন সব ধরনের কাপড়ের দোকান থাকলেও ছোট বাচ্চাদের কাপড়ের জন্য হিমশিম খেতে হতো অভিভাবকদের। কিন্তু এবার সেই অভাব পূরণ করতে যাচ্ছে কোটবাজারের একমাত্র বেবীশপ খোকাবাবু। প্রতিষ্ঠানটি আরব সিটি সেন্টারে চালু হয়েছে আজ থেকে।
আনুষ্ঠানিকভাবে খোকাবাবুর এই যাত্রার উদ্বোধন করেন কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক সও, সহ সভাপতি খোরশেদ আলম বাবুল, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংবাদিক এএইচ সেলিম উল্লাহ।
এ সম্পর্কে খোকাবাবুর প্রধান পরিচালক মারুফ খান খোকা বলেন, কোটবাজারে এই প্রথম শুধুমাত্র বাচ্ছাদের জন্য সব ধরনের কাপড় নিয়ে খোকাবাবুর যাত্রা শুরু করলাম। কোটবাজারে সব ধরণের দোকান থাকলেও বাচ্ছাদের কাপড়ের একটি দোকান ছিলনা। যার কারণে অভিভাবকদের কাপড়ের জন্য বিভিন্ন দোকান ঘুরতে হতো। কিন্তু এখন থেকে শুন্য থেকে ১২বছরের ছেলে-মেয়েদের জন্য উন্নত মানের শার্ট, প্যান্ট, গেঞ্জি, ক্যাপ সহ বিভিন্ন ডিজাইনের কাপড় পাওয়া যাবে। ক্রেতারা যাতে নিশ্চিন্তে বাচ্চাদের জন্য কাপড় কিনতে পারে সে লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আশা করি আমাদের এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা উপকৃত হবেন।
এ সময় তিনি খোকাবাবুর পরিচালনায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-