নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার শহরে চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় আব্দুল্লাহ আল শাকিব নামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
আহত শাকিব কক্সবাজার শহরের শিল্প এলাকা উত্তর নুনিয়াররছড়ার মৃত আব্দুল লতিফের ছেলে।
৩ অক্টোবর (শনিবার) রাত ৮ টার দিকে কেজি স্কুলের গলিতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি দেন।
আহতের পরিবার জানায়,শহরের নতুন বাহারছড়ার চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ করিমের ছেলে তানভির ও একই এলাকার আব্দুল হকের ছেলে কালা পুতুসহ অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী তাকে পথ রূদ্ধ করে বেপরোয়া হামলা চালায়। এতে শাকিবের ডান চোখে মারাত্নক জখম হয়। পরবর্তীতে তার শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-