প্রেস বিজ্ঞপ্তি •
উখিয়া উপজেলার রাজাপালং কাশিয়ার বিল গ্রামে প্রতি বছরের ন্যায় এবছরও সার্বজনীন দূর্গাপূর্জা উদ্যাপন করার জন্য সামাজিক সিদ্ধান্ত গৃহিত হয়।
তারই ধারাবাহিকতায় ২ অক্টোবর (শুক্রবার) রাত ৮টার দিকে বাবু স্বপন দে এর সভাপতিত্বে ও প্রভাষক রিক্সন ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাবু রনজিত ঘোষ, বাবু বিরণ ঘোষ, বিভিষণ ঘোষ, কমল হরি দে, মিলন দে।
পরবর্তীতে সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এলাকার তরুণ যুবক বলরাম দে’কে সভাপতি, রুবেল চন্দ্র দে,কে সাধারণ সম্পাদক ও সাগর চন্দ্র ঘোষ কে’কে অর্থ সম্পাদক মনোনীত করে একটি সামাজিক পূজা কমিটি অনুমোদন দেন।
এসময় বক্তারা বলেন, আগামী ২ দিনের মধ্যে ৪১জন বিশিষ্ট পূর্ণাঙ্গ পূজা কমিটি গঠন পূর্বক প্রশাসনিক দপ্তর সহ উপজেলা পূজা উদ্যাপন পরিষদে জমাদানের মাধ্যমে সার্বজনীন দূর্গাপূর্জা আরম্ভ করার নির্দেশ দেন এবং উপস্থিত সকল সহ পুরো গ্রামবাসী যে যার অবস্থান থেকে আর্থিক ও শারীরিক সহযোগীতার মাধ্যমে সার্বজনীন দূর্গাপূর্জা সফল ও স্বার্থক করে তোলার জন্য বিনীত ভাবে আহবান জানান।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধীরেন্দ্র ঘোষ, বরুণ ঘোষ, সাধন ঘোষ, সিরধন ঘোষ, কমল হরি ঘোষ, রায় মোহন ঘোষ, হরেন্দ্র দে, নগেন্দ্র দে, প্রেম রাম দে, কালা বাশিঁ দে, ঝুন্টু দে, হারধন দে, রুবেল ঘোষ, গোপাল ঘোষ, সুব্রত দে, অজুর্ন শর্মা মান্না, জাগ্রত কুমার দে, পিপলু চন্দ্র দে, যদু ঘোষ, রঞ্জণ দে, লিমন দে, পার্থ মোহন ঘোষ, রিপন দে, রোপন, আকাশ ঘোষ, গোবিন্দ প্রমুখ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-