টেকনাফ প্রতিনিধি •
টেকনাফে শিক্ষকের হাতে ৯ বছরের ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ভিকটিমকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে টেকনাফ উপজেলার বাহারছড়া উত্তর শিলখালীতে ঘটনাটি ঘটেছে।
অভিযুক্ত শিক্ষক নুরুল হককে রাত ৯ টার দিকে আটক করেছে পুলিশ।
তিনি স্থানীয় আলহেরা নুরানি মাদ্রাসার শিক্ষক।
ভিকটিম শিশুটির বরাত দিয়ে পিতা জানান, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে মৌলভী নুরুল হক একটি শ্রেনী কক্ষে ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি বাড়িতে গিয়ে বর্ণনা দেয়।
পরে প্রচুর রক্তকরণ হলে মেয়েকে মূমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ নওশাদ রিয়াদ জানিয়েছেন, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-