চট্টগ্রাম • কাভার্ড ভ্যানের টুলবক্সের গোপন প্রকোষ্ঠে লুকিয়ে ইয়াবা পাচারকালে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থেকে ৪০ হাজার ৫০৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭।
এসময় মোঃ জাহাঙ্গীর আলম (৪৩) ও মোঃ আব্দুল্লাহ আল নোমান (২০) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, গতকাল ২৮ সেপ্টেম্বর লোহাগাড়া থানাধীন ৮ নং চুনতি ইউপি এলাকায় অভিযান চালিয়ে ৪০,৫০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জনকে আটক করা হয়, এসময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি (চট্ট-মেট্রো-ট ১২-০০৪৩) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-