উখিয়ার মাদক ব্যবসায়ীরা ফের সক্রিয়: আরও দুই ইয়াবা ব্যবসায়ী চট্টগ্রামে ধরা

জাহেদ হাসান •

চট্রগ্রাম লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে কক্সবাজারের উখিয়া উপজেলার দু’জন মাদক ব্যবসায়ীকে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে।

সোমবার(২৮ সেপ্টেম্বর)বিকাল ৪.৪০ মিনিটের সময় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই পার্থ সারথী সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

আটককৃত আসামী মোঃ শাহাজাহান (৩০), পিতা- মৃত কালু মিয়া, মাতা- আনোয়ারা বেগম, সাং-টাইপালং,৭নং ওয়ার্ড,উখিয়া ও মোঃ ইউনুছ (২১), পিতা- সুরুত আলী, মাতা- নুর নাহার বেগম, সাং-দুছড়ী,৩ নং ওয়ার্ড, উখিয়া।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আরও খবর