প্রেস বিজ্ঞপ্তি •
উখিয়ায় ‘ইউনাইটেড পারপাস এর’ উদ্যোগে গণমাধ্যম ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উখিয়া প্রেসক্লাব কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ইউনাইটেড পারপাসের প্রজেক্ট ম্যানেজার, সুনীল জীবন চাকমা এবং আইওএম (IOM) এর ন্যাশনাল ফিল্ড কোঅরডিনেটর, সাহাজাদ মাজিদ।
ইউনাইটেড পারপাস ১৯৯৩ সাল থেকে কক্সবাজার জেলায় কাজ করে আসছে এরই ধারাবাহিকতায় USAID এর অর্থায়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম (IOM) এর সহযোগীতায় “Improving Community Resilience Through Cooperation Livelihood Actions (ICRA)” প্রকল্প এর আওতায় উখিয়া উপজেলার তিনটি ইউনিয়ন, রাজাপালং, জালিয়াপালং ও পালংখালি এবং টেকনাফ উপজেলার তিনটি ইউনিয়ন, হ্নীলা, হোয়াইক্যং এবং বাহারছড়াতে মোট ৭০০ হতদরিদ্র পরিবারের জীবন জীবিকার মান উন্নয়নের জন্য কাজ করছে।
ইউনাইটেড পারপাস উপকারভোগী হতদরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি সরঞ্জাম, কৌশল ও মূলধন হিসেবে আর্থিক সহযোগিতা প্রদান করছে। এছাড়া বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-