অনলাইন ডেস্ক • আনোয়ারা উপজেলার গহিরা পূর্ব ঘাটকূল এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় আটক করা হয় মনোয়ারুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে।
গতকাল রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের পক্ষ থেকে ইয়াবা উদ্ধার ও আটকের বিষয়টি জানানো হয়। আটক মনোয়ারুল ইসলাম আনোয়ারা উপজেলার গহিরা পূর্ব ঘাটকূল এলাকার আব্দুল মান্নানের ছেলে।
র্যাব জানায়, সম্প্রতি এই ইয়াবা মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে বলে জানতে পেরেছে র্যাব। যা মনোয়ারুল ইসলামের বাড়িতে প্লাস্টিকের বস্তায় ভরে লুকিয়ে রাখা হয়েছে। এমন তথ্যর ভিত্তিতে মনোয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব–৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, মনোয়ারুল ইসলামের সঙ্গে আরও বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী জড়িত রয়েছে এবং তাদের আটকের চেষ্টা চলছে। অন্যদিকে আটক মনোয়ারুলকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-