কক্সবাজারে মূল্যতালিকা না টাঙ্গানো, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের দায়ে জরিমানা

সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল •
পযর্টন নগরী কক্সবাজার পৌরসভার সুগন্ধা পয়েন্ট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখবিহীন পন্য মজুদ রাখার অপরাধে ৮টি মামলায় ১৬০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও মাস্ক ছাড়া রাস্তায় চলাচলকারী জনগণকে মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

২৭ সেপ্টেম্বর (রবিবার) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা বলেন, দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখবিহীন পন্য মজুদ রাখার অপরাধে ৮টি মামলায় ১৬০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে

আরও খবর