অনলাইন ডেস্ক ◑ ভিসা নবায়ন ও বিমান টিকিট সংগ্রহ করতে ভিড় করেছেন সৌদি আরবে কাজে ফিরতে মরিয়া প্রবাসীরা। রোববার (২৭ সেপ্টেম্বর) ভিসা নবায়নের আবেদন করতে সকালে রাজধানীর গুলশানের সৌদি কনস্যুলেট অফিসের সামনে জড়ো হন প্রবাসীরা। এ সময় তারা ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে ক্ষোভ প্রকাশ করেন।
তবে দূতাবাস নয়, অনুমোদিত ১৮টি এজেন্সির মাধ্যমে ভিসা রিনিউ আবেদন করা যাবে বলে জানিয়েছে সৌদি কনস্যুলেট।
এদিকে ভোরের আলো ফোটার আগেই হোটেল সোনারগাঁওয়ে অবস্থিত সাউদিয়া এয়ারলাইন্সের অফিসের সামনে টিকিটির জন্য ভিড় করেন সৌদি প্রবাসীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) দেয়া হবে টোকেনধারী ৫০০ জনের টিকিট। নতুন করে টোকেন দেয়া হবে ৪ তারিখ থেকে। যাদের ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হবে তাদের অগ্রাধিকার দিয়ে টিকিট দেয়া হচ্ছে। তবে কাঙ্ক্ষিত সময়ে টিকিট পাওয়া নিয়ে শঙ্কিত সৌদি প্রবাসীরা।
অনুমোদিত ১৮টি এজেন্সির লিস্ট নিচে দেওয়া হলো:
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-