নিউজনাউ •
সৌদি আরবে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে রোহিঙ্গারা। রোহিঙ্গা আরকানি মুজাহিদিন নামের একটি সংগঠনের নামে সৌদি আরবে এই অস্ত্র প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
রোহিঙ্গারা অস্ত্র প্রশিক্ষণের পাশাপাশি মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের জন্য তহবিলও সংগ্রহ করছে। এই সব রোহিঙ্গারা মিয়ানমারে সশস্ত্র লড়াই করার জন্য ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করেছে। সৌদিআরব রোহিঙ্গাদের অস্ত্র প্রশিক্ষণ, তহবিল সংগ্রহ ও শপথ পাঠের একাধিক ভিডিও হাতে এসেছে।
এইসব রোহিঙ্গা যদি কোনভাবে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পড়ে তাহলে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এ অবস্থায় সৌদি আরবের প্রশিক্ষণ নেয়া কোন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমন প্রত্যাশা সচেতন সমাজের। সাম্প্রতিক সময়ে সৌদি আরবে “রোহিঙ্গা আরকানি মুজাহিদ” নামের একটি সংগঠন সংগঠিত হয়ে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে।
রশিদ উল্লাহ নামের এক রোহিঙ্গা সৌদি আরবে এই সংগঠনটি পরিচালনা করে আসছে। একাধিক ভিডিওতে দেখা গেছে, রশিদ উল্লাহ সৌদি আরবের মরু এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে রোহিঙ্গাদের সশস্ত্র প্রশিক্ষণ প্রদান করছেন।
ভিডিওতে দেখা গেছে, কালো কাপড় ও মুখোশ পড়া ব্যক্তিরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে রশিদ উল্লাহর নেতৃত্বে প্রশিক্ষণ নিচ্ছেন। রোহিঙ্গা ভাষায় এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে, রশিদ উল্লাহর নেতৃত্বে “রোহিঙ্গা আরকানি মুজাহিদ” নেতৃবৃন্দ সৌদি আরবে গোপন বৈঠক করছে। বৈঠকে মিয়ানমারে জিহাদ করার জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে।
আবার আরেকটি ভিডিওতে দেখা গেছে “রোহিঙ্গা আরকানি মুজাহিদ” সদস্যরা হাতে হাত রেখে মিয়ানমারে লড়াই করার শপথ নিচ্ছেন। এমন বাস্তবতায় সৌদি আরবে সশস্ত্র প্রশিক্ষণ নেয়া রোহিঙ্গা বাংলাদেশ বা ভারত দিয়ে দিয়ে মিয়ানমারে প্রবেশের চেষ্টা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তাই কোনভাবেই সৌদি আরব থেকে রোহিঙ্গারা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই দিকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সচেতন থাকতে হবে।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের অধিনায়ক মোঃ হেমায়েতুল ইসলাম জানিয়েছেন, রোহিঙ্গাদের ভেতর এমনিতেই অপরাধ প্রবণতা বেশি। তাদের ভেতরে যাতে নতুন করে কেউ উসকানি না দেয় সেই বিষয়ে তারা সতর্ক আছেন।
এসপি হেমায়েত আরো বলেন, সৌদি আরবে রোহিঙ্গারা অস্ত্র প্রশিক্ষণ নেয়ার সাথে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের কোন সম্পর্ক নেই। তবে ঐসব রোহিঙ্গা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-