নিজস্ব প্রতিবেদক, টেকনাফ ◑
কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি আবুল ফয়সলকে বদলীর এক মাস পর নতুন ওসির স্থলাভিষিক্ত হচ্ছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি হাফিজুর রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার হাসানুজ্জামানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে টেকনাফ থানায় যোগদানের আদেশ প্রদান করা হয়।এর আগে তিনি সিরাজগঞ্জ জেলার সদর থানার ওসির দায়িত্বে ছিলেন।গত বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের আদেশের মাধ্যমে তাকে কক্সবাজার জেলার পুলিশ সুপারের কার্যালয়ে বদলী করা হয়।
গত ৩১ জুলাই অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার করা হয়।এরপর ওসির শূণ্য পদটি পূরণের জন্য ছান্দিনা থানার ওসি আবুল ফয়সলকে টেকনাফ থানায় বদলী করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।নবাগত ওসি আবুল ফয়সল টেকনাফ থানায় যোগদানের এগার দিনের মাথায় (২০ আগস্ট) বৃহস্পতিবার তাকে ঢাকা আর্মড পুলিশের (এপিবিএন) সদর দপ্তরে বদলী করা হয়।এরপর দীর্ঘ এক মাস টেকনাফ থানার ওসির পদটি শূণ্য ছিল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-