ডেস্ক রিপোর্ট ◑
টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে সোনারপাড়া রেজুরখাল ব্রিজ বিজিবির চেকপোস্টে ইয়াবা সহ এক মিনি কার চালক আটক হয়েছে।
বুধবার ২৩ সেপ্টেম্বর সকাল ৯ টার সময় টেকনাফ সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কেরনতুলী এলাকার আব্দুল করিমের পুত্র মোঃ জসিম উদ্দিন (২২) যাত্রী বাহী মিনি কার চালক ইয়াবা সহ বিজিবি চেকপোস্টে আটক হয়।
এদিকে, মিনি কার চালক টেকনাফ শাপলা চত্বর থেকে কক্সবাজার উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা হয়। পরে কক্সবাজারের সোনার পাড়া রেজুরখাল ব্রিজ বিজিবির চেকপোস্টে আটক করে ঐ গাড়িতে অভিযান পরিচালনা করে ৫ হাজার ৬০০ পিচ ইয়াবা উদ্ধার করে। এ বিষয়ে বিজিবির কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ইয়াবা পাচার করে আসছে। এদের মধ্যে রয়েছেন আলকাছ, হেলাল, শাহ আলম, রফিকসহ আরো অনেকেই।
সচেতন মহলের দাবি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত ইয়াবার মালিক বেরিয়ে আসবে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা ঘটনার পূর্বে গা ডাকা দিলেও বর্তমানে তারা এই সুযোগকে পুঁজি করে পুলিশের কার্যক্রম যখন কিছুটা স্থবির তখন তারা গ্রামে এসে নির্বিঘ্নে প্রকাশ্যে ইয়াবা ব্যবসায চালিয়ে যাচ্ছেন বলে এলাকাবাসী ও বিশ্বস্তসূত্রে অভিযোগ রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-