চট্টগ্রাম ◑ কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ৩৮ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার শিকলবাহা এলাকায় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার আকরাম হোসেন খানের ছেলে মো. হাবিবুর রহমান (৬১) ও কক্সবাজার জেলার রামু থানার মো. আব্দুর রহিমের ছেলে মো. আরিফুল্লাহ (১৮)।
র্যাব-৭’র সহকারী অফিসার (মিডিয়া) মাশকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে শিকলবাহা এলাকায় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে তল্লাশি চালানো হয়। এসময় কক্সবাজার থেকে আসা একটি ট্রাককে থামানোর সংকেত দেয়া হয়। ট্রাক থেকে নেমে পালানোর সময় দু’জনকে আটক করা হয়। পরে তাদের দেখানো মতে ট্রাকের ভিতর একটি কালো পলিথিন মোড়ানো প্যাকেটে থেকে ৩৮ হাজার ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-