পূর্ব শত্রুতার জের: টেকনাফে চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর গুলিতে যুবক নিহত!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑নানা অপরাধ কর্মকান্ডের জনপদ খ্যাত টেকনাফের হ্নীলা রঙ্গীখালীতে অস্ত্রধারী সন্ত্রাসীদের অপতৎপরতা পুনরায় বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে জানাযায়,
দীর্ঘ কয়েক বছর ধরে অত্র এলাকায় দুইটি সন্ত্রাসী গ্রুপ মাদক পাচার,ডাকাতি,অপহরন,মানুষ হত্যাসহ এমন কোন অপরাধ নেই যা তারা সংঘটিত করছেনা।

অনুসন্ধানে দেখা যায়, বিগত ২/৩ বছরের মধ্যে মাদক বিরোধী ও অস্ত্রধারী সন্ত্রাস নির্মুলে টেকনাফে দায়িত্বরত আইন-শৃংখলা বাহিনীর গুলিতে নানা অপকর্মে জড়িত বেশ কয়েকজন অপরাধী মারা যায়।

এরপর ঐ এলাকার সন্ত্রাসীদের কার্যক্রমে আংশিক স্থবিরতা নেমে আসে। নাম প্রকাশে অনিশ্চুক ঐ এলাকার বেশ কয়েকজন সচেতন ব্যাক্তি জানায়, দীর্ঘ কয়েক বছর আগে পুর্বশত্রুতার জের হ্নীলা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা শফিক আহাম্মদকে দিনে দুপুরে রঙ্গীখালী বাজারে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এরপর থেকে ঐ এলাকায় গড়ে উঠে সন্ত্রাসী বাহিনীর দুইটি গ্রুপ।

এরা নিজেদের ক্ষমতার প্রভাব বিস্তার করার জন্য সুযোগ পেলে এক গ্রুপ আরেক গ্রুপের সদস্যদের ঘায়েল করার জন্য বিভিন্ন প্রকার অপরাধ সংঘটিত করে আসছে। তারা আরো বলেন দুই গ্রুপের সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

এদিকে ২১ সেপ্টেম্বর (সোমবার) বিকাল সাড়ে ৩ টার দিকে পুর্বশত্রুতার জের ধরে রঙ্গীখালী ৭নং ওয়ার্ড স্কুলপাড়া এলাকায় প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা মোঃ তৈয়ব (৩৮) নামে এক যুবককে হত্যা করে পালিয়ে যায়। সে দুদু মিয়ার পুত্র।

জানা যায, নিহত যুবক তৈয়ুব ও তার ভাই জাকের একটি দোকানে বসে গল্প করছিল। এসময় দু’টি টমটম গাড়ী যোগে একদল অস্ত্রধারী সন্ত্রাসী এসে তৈয়ুবকে আক্রমন করলে তৈয়ব সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। এরপর সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে এক পর্যায়ে ধরে মাঠিতে পেলে বুকের মধ্যে গুলি করে। তৎপর ঘটনাস্থলে তৈয়ুবের প্রান চলে যায়।

সংঘটিত ঘটনার খবর শুনে টেকনাফ থানায় কর্মরত এসআই শেখ আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া যুবকের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত (ওসি) তদন্ত এবি এম এস দোহা জানান, লাশের ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

আরও খবর