গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফে মাদক পাচার প্রতিরোধ এবং পাচারে জড়িত কারবারীদের ধরতে সাঁড়াশী অভিযান অব্যাহত রেখেছে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে কর্মরত সদস্যরা।
১৮ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের তথ্য অনুযায়ী টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের একটি দল টেকনাফ বীচ পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়ক এলাকা থেকে ইয়াবাভর্তি একটি পলিথিনের ব্যাগসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং প্লাস্টিক দিয়ে মোড়ানো উদ্ধার করা পলিথিনের ব্যাগটি তল্লাশী করে ৫ হাজার ইয়াবা পাওয়া যায়।
আটক আসামী হচ্ছে, টেকনাফ সাবরাং ইউনিয়ন ১নং ওয়ার্ড চান্দলীপাড়া এলাকার মোঃ ইসলামের পুত্র মোঃ বেলাল (২৫)।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, অভিযানের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে আটক আসামীর সহযোগী সাবরাং ইউনিয়ন ১নং ওয়ার্ড বাহারছড়া এলাকার মৃত আলী আহাম্মদের পুত্র মাদক ব্যবসায়ী মুক্তার আহাম্মদ(৩৫)।
তিনি আরো বলেন আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-