কক্সবাজারে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ি রোহিঙ্গা নুর আটক

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজার শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ইয়াবা ব্যবসায়ি রোহিঙ্গা নুর মোহাম্মদ আটক হয়েছে।

১৫ সেপ্টেম্বর সকালে শহরের পাহাড়তলীর ইছুলের ঘোনা ৭ নং ওয়ার্ড বসত ঘর থেকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে পাহাড়তলী ইসুলুঘোনা এলাকার কুখ্যাত সন্ত্রাসী রোহিঙ্গা নুর মোহাম্মদ এর বিরুদ্ধে মাদক বিক্রি ও পাচারের অসংখ্য অভিযোগ একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জনাব তায়রীফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক কক্সবাজার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর