আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল ◑
উখিয়ায় বেগুনের বস্তা ভরে ইয়াবা পাচারকালে ৬০ হাজার পিস ইয়াবাসহ মামুন নামের এক যুবককে আটক করেছে বিজিবি।
১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ৬ টার দিকে রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগারবিল বাগানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বাংবাড়ী গ্রামের হায়দারের ছেলে।
কক্সবাজার -৩৪ বিজিবির উপ পরিচালক মোঃ তাজমিলুর ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, বিজিবির নিজস্ব গোয়েন্দা সংবাদের মাধ্যমে কিছু লোক বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করার তথ্যে সীমান্তের রেজু আমতলী বিওপি বিজিবি সদস্যরা এ অভিযান চালায়।
এসময় বেগুনের বস্তায় অভিনব কৌশলে লুকানো ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি আটাত্তর লক্ষ সাতান্ন হাজার পাঁচশ টাকা।
আটক ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিরোধ আইনে ব্যবস্হা নেওয়া হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-