নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজার জেলার সদর থানাধীন লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ৯,৯০০ পিস ইয়াবা উদ্ধার সহ দুই হাজার ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটের সময় কক্সবাজার সদর থানাধীন লিংক রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত আসামীরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপির ২নং ওয়ার্ডের মৃত আবুল হাকিমের ছেলে মিজানুর রহমান(২০) এবং কক্সবাজার জেলার রামু থানাধীন কুয়ারকুপ ইউপির ৯ নং ওয়ার্ডের মৃত কালা মিয়ার ছেলে মোঃইউসুফ(২৮)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক(মিডিয়া) এ এস পি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার সদর থানাধীন মধ্য মুহুরীপাড়া এলাকার মেরিন সিটি শপিং কমপ্লেক্স এর সামনে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে আসামীদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৯,৯০০ পিস ইইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে তারা দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তীঈলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্র করে আসছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৪৯ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামীদের কক্সবাজার সেদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-