গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফের হ্নীলা ৯নং ওয়ার্ড বহু অপকর্মের ঘটনাস্থল সেই আলোচিত শালবন রোহিঙ্গা শরাণার্থী শিবিরে পুকুরে ডুবে উম্মে রোমান (১০) নামে এক রোহিঙ্গা শিশুর করুন মৃত্যু হয়েছে।
এসময় মনোয়ার নামে আরও এক শিশুকে মূর্মষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা দুজইন এই ক্যাম্পের ডি-বল্কের বসবাসকারী মোহাম্মদ সেলিমের সন্তান।
১১ সেপ্টেম্বার (শুক্রবার) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়ন জাদিমুরা শালবাগান পাহাড়ি এলাকা সংলগ্ন একটি পুকুরে ঘটনাটি ঘটে।
সত্যতা নিশ্চিত করে হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত এপিবিএন এর পুলিশ চৌকির (ইনচার্জ) ইন্সপেক্টর রাকিবুল ইসলাম জানান,শালবন রোহিঙ্গা শিবিরের ভেতরে পুকুরে ভাসমান অবস্থায় মূর্মষ অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এরপর সেখানে থাকা চিকিৎসক এক শিশুকে মৃত ঘোষনা করে এবং আরেক শিশু সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের কাছ থেকে তথ্য নিয়ে আরো জানাযায়, প্রতিদিনের ন্যায় সকালে ঘর থেকে খেলতে বের হয় শিশুরা। সময়মত ঘরে ফিরে না আসার পর পরিবারের সদস্যরা তাদেরকে খুঁজতে থাকেন। একপর্যায়ে শিবিরের পার্শ্ববর্তী পুকুরে দুই শিশুকে পুকুর থেকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-