চকরিয়ায় করোনা উপসর্গ নিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ◑

কক্সবাজারের চকরিয়ায় করোনা উপসর্গ নিয়ে অধ্যাপক ফরিদুল ইসলাম (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে কক্সবাজার সদর হাসপাতালের ইনসেভটিক কেয়ার ইউনিটে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ফরিদুল ইসলাম চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া গ্রামের ইসলাম আহমদের ছেলে। তিনি পার্বত্য উপজেলা লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন অধ্যাপক ফরিদুল ইসলাম। তবে তার করোনা পরিক্ষার রিপোর্টে নেগেটিভ আসে।

আরও খবর