ডেস্ক রিপোর্ট ◑
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বড়কাঁচি এলাকায় একটি ট্রলি ব্যাগ থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশের পরিচয় জানা যায়নি।
সোমবার রাতে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: জাফর ইকবাল বলেন, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিচয় নিশ্চিত হওয়া না গেলে ময়নাতদন্তের পর দাফনকাজের জন্য লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-