নিজস্ব প্রতিবেদক ◑কক্সবাজারে আইনজীবী না হয়েও আইনজীবীর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসা এক ভুয়া আইনজীবীকে আটক করেছে প্রশাসন।
৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১১ টায় কক্সবাজারের আরডিসি রায়হান কায়সারের নেতৃত্বে আইনজীবী সমিতির গঠিত সার্ভেলেন্স টিমের সদস্যরা এই ভুয়া আইনজীবীকে সনাক্ত করে।
আটক হওয়া ভুয়া আইনজীবীর নাম মোহাম্মদ মঈন উদ্দিন সে দীর্ঘ কয়েক বছর ধরে কোর্ট বিল্ডিং মসজিদ মার্কেটের তৃতীয় তলায় এডভোকেট মোশারফ হোসেনের চেম্বারে বসে আইনপেশা চালিয়ে যাচ্ছিল। তার পিতার নাম মোঃ ইউনুচ এবং সে শহরের বার্মিজ মার্কেট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আ,জ,ম মঈন উদ্দিন জানান,দীর্ঘ দিন ধরে কক্সবাজার আদালত প্রাঙ্গণে এক শ্রেণী প্রতারক নানান ভাবে সাধারণ মানুষকে হয়রানী বা প্রতারণা করে আসছে এতে অনেক মানুষ আমাদের কাছে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে অভিযোগ করে আসছিল তাই আমরা একটি সার্ভেলেন্সটিম গঠন করে দিয়েছি এসব প্রতারণ সনাক্ত করে আটক করার জন্য তারিঅংশ হিসাবে আজকে এই বড় প্রতারক চক্র আটক হলো। এ সময় তার কাছ থেকে জেলা ও দায়রা জজ,সহকারী জজ,জেলার,ডেপুটি জেলার, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সীল পাওয়া গেছে।
এ সময় উক্ত খুরুশকুল পঞ্চায়েতপাড়া এলাকার হারাধন চন্দ্রদে নামের একজন সহকারীকে আটক করা হলেও তাকে প্রাথমিক জিঙ্গাসাবাদ শেষে ছেলে দেওয়া হয়। পরে জেলা প্রশাসকের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভুয়া আইনজীবী ৬ মাসের কারাবাস প্রদান করা হয় বলে জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-