নিজস্ব প্রতিবেদক ◑ সরকারি চাল আত্মসাতের অভিযোগে কক্সবাজারের কুতুবদিয়া বড়ঘোপ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরীসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এ সহকারী পরিচালক রতন কুমার দাশ আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- কুতুবদিয়া বড়ঘোপ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরী, খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী শাহজাহান প্রকাশ মিন্টু, নিরাপত্তা প্রহরী নিজাম উদ্দিন, কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের স্প্রেম্যান মো. শাহজাহান, ঠিকাদার দিলরুবা হাসান ও সেলিম রেজা।
দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন মামলাটি রেকর্ড করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে মোট ৮৫ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকার সরকারি চাল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-