উখিয়া প্রেসক্লাবের নব নির্মিত সম্প্রসারিত ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ◑

উখিয়া প্রেসক্লাবের নতুন সম্প্রসারিত ভবন (বর্ধিত কক্ষ) শুভ উদ্বোধন করা হয়েছে।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উখিয়া প্রেসক্লাবের সম্প্রসারিত নতুন ভবন ও (বর্ধিত কক্ষ) শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী।

উদ্বোধন পরবর্তী এক আলোচনা সভায় উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মারিন ডিন কাডুম চ্যাই, হেড অব অপারেশন ইউএনএইচসিআর কক্সবাজার, জাহাঙ্গীর আলম, সহকারি পরিচালক, কোস্ট ট্রাস্ট, শাহ আলম, হেড অব দ্যা টেকনিক্যাল, ব্র্যাক কক্সবাজার, শাহানা হায়াত, হেড অব দ্যা অপারেশন ব্র্যাক কক্সবাজার, সুব্রত কুমার চক্রবর্তী, লাভলী হেড অফিসার ইউএনএইচসিআর, কক্সবাজার, গোলাম সারোয়ার মুর্শেদ, ডেপুটি জেনারেল, ডিজিএম, উখিয়া প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন,উখিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আমানুল হক বাবুল, রফিক উদ্দিন বাবুল প্রতিষ্টাতা সভাপতি উখিয়া প্রেসক্লাব, সিনিয়র সদস্য নুর মোহাম্মদ শিকদার প্রমুখ।

অনুষ্ঠানে উখিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক তৌহিদুল আলম, উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, হুমায়ুন কবির জুশান, সিনিয়র সাংবাদিক গফুর মিয়া চৌধুরী, এসএম আনোয়ার, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আমিনুল হক আমিন,সাংবাদিক সুলতান মাহমুদ চৌধুরী, দীপন বিশ্বাস, কাজী হুমায়ুন কবির বাচ্চু, সদস্য শ.ম. গফুর, আবদুল্লাহ আল আজিজ, ওবায়দুল হক চৌধুরী আবু, শফিউল শাহীন, শহীদ রুবেল, মাহমদুল হক বাবুল, ইব্রাহিম মোস্তফা, এম. ফেরদৌস ওয়াহিদ সহ সদস্যবৃন্দ কর্মরত সংবাদকর্মীরা ও বিভিন্ন পেশাজীবি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী বলেছেন, উখিয়ার সার্বিক উন্নয়ন এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সাংবাদিকদের লিখনী শক্তি প্রবল ভূমিকা রেখেছে তেমনি আগামীর জন্যও ইতিবাচক সংবাদ পরিবেশন কামনা করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উখিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানানো হয়।

আরও খবর