চকরিয়ায় কাভার্ডভ্যান চাপায় ঢাবি শিক্ষার্থীসহ নিহত ৩

বিশেষ প্রতিবেদক ◑

কক্সবাজারের চকরিয়ার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকায় কাভার্ডভ্যান চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও হারবাং ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের ছেলে আমজাদ হোসেন রিফাত (২২), একই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বাজার পাড়ার আব্দুল হাকিমের ছেলে তারেকুল ইসলাম নিলয় (২৩) ও তার ভাই তানজিলুর রহমান (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন জনই মোটরসাইকেল আরোহী। নিহতদের মধ্যে একই পরিবারের দুই ভাই এবং অপরজন ঢাবি শিক্ষার্থী তাদের বন্ধু।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিছুর রহমান জানান, পুলিশ কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ঢাকা বিশ্ববিদালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক।

বিশ্ববিদ্যালয় পরিবার রিফাতের মৃত্যুতে শোকাহত। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি। একইসঙ্গে পরিবারের সাথেও কথা হয়েছে। শিক্ষার্থীর পরিবারকে সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে।

আরও খবর