ডেস্ক রিপোর্ট ◑ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে গুনারীতলা ইউপির চর গোপালপুর গ্রামের নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ওই এলাকার হারুনুর রশিদ পলাশের স্ত্রী মোসলেমা আক্তার শিখা ও তার ছেলে তৌফিকুল ইসলাম তৌকির।
মাদারগঞ্জ থানার ওসি মো. রফিকুর ইসলাম জানান, ভোরে মোসলেমা আক্তার শিখা ও তৌকিরের রক্তাক্ত মরদেহ নিজ বসতঘরে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। নিহত শিখার স্বামী হারুনুর রশিদ পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-