কক্সবাজারে রবিবার আরও ১৮ জনের করোনা পজেটিভ

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑ 
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব রবিবার (২৩ আগস্ট) ২৬৩ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১৮ জন করোনা পজিটিভ আসে।

তৎমধ্যে কক্সবাজার জেলায় ১১ জন, বান্দারবান জেলার ৫ জন, বাঁশখালী উপজেলার ১ জন এবং সাতকানিয়া উপজেলার ১ জন করোনা রোগীর শনাক্ত হয়। একইদিন বাকী ২৪৫ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

পজেটিভ পাওয়া রোগীদের মধ্যে কক্সবাজার জেলায় আক্রান্ত ১১ জন। তারমধ্যে কক্সবাজার সদর উপজেলার ৪ জন, উখিয়া উপজেলার ২ জন, রামু উপজেলার ১ জন ও টেকনাফ উপজেলার ৪ জন।

আরও খবর