রামু চাকমারকুল দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ছৈয়দ আকবরের ইন্তেকাল

সোয়েব সাঈদ ◑
রামুর প্রবীন আলেমেদ্বীন চাকমারকুল জামেয়া দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ছৈয়দ আকবর বৃহষ্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে চাকমারকুল ইউনিয়নের আলী হোছন সিকদারপাড়াস্থ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে,  ২মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত ও গুনগ্রাহী রেখে গেছেন।

আল্লামা ছৈয়দ আকবর রামুর সংবাদকর্মী ও সাবেক ছাত্রদল নেতা আহমদ ছৈয়দ ফরমানের পিতা। শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে দশটায় চাকমারকুল দারুল উলুম মাদ্রাসা ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু উপজেলার উপদেষ্টা মাওলানা ছৈয়দ আকবরের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব ও কক্সবাজার জেলা  আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, মাওলানা ফরিদুল হক, রামু উপজেলা আহবায়ক মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, কক্সবাজার শহর আমীর মাওলানা নুরুল হক চকোরী, সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের  কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি  হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক  সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, রামু উপজেলা সভাপতি  মুহাম্মদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ আরজু, সাংগঠনিক সম্পাদক হাফেজ আশরাফ হোসাইন, চাকমারকুল ইউনিয়ন শাখার সমন্বয়ক মাহমুদুল হক, চাকমারকুল ইসলামী ঐক্যপরিষদের সভাপতি মাওলানা হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হাফেজ দেলোয়ার হোসাইন প্রমুখ। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও খবর