সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার সদর মডেল থানার নবনিযুক্ত ওসি খায়রুজ্জামান ও টেকনাফ থানার নবনিযুক্ত ওসি আবুল ফয়সলকে বদলি করা হয়েছে।
আলোচিত টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ১০ দিন আগে দায়িত্ব নিয়েছিলেন মো. আবুল ফয়সল। পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন)-এ স্থালাভিষিক্ত করা হয়েছে।
অপরদিকে, থানা হাজতে এক আসামি মৃত্যুর ঘটনায় বরখাস্ত হন কক্সবাজার সদর মডেল থানার ওসি শাহজাহান কবির।
এরপর থেকে খাইরুজ্জামান ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওসি’র শূন্য পদে শাহাজাহান কবিরের স্থলাভিষিক্ত হয়েছিলেন খাইরুজ্জামান। গত সোমবার (১৭ আগস্ট) দুপুরে পুলিশের এক আদেশে এ পদে নিযুক্ত করা হয়েছিলো তাকে। আর তার দুইদিন পরই আবারো বদলি হলেন তিনি। এখন তাকে শিল্প পুলিশে বদরি করা হয়েছে।
কি কারণে তাদের বদলি করা হয়েছে তা জানা যায়নি। তিবে জেলা পুলিশ সূত্রে জানা গেছে এ দুজনের বদলি পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে এটি করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-