নিজস্ব প্রতিবেদক ◑
মুজিববর্ষ উপলক্ষে কক্স হেলথ কেয়ার হসপিটাল এর উদ্যোগে সপ্তাহে দু’দিন জেলাবাসীর জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে বিজিবি ক্যাম্প এলাকায় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের পক্ষে মানবিক এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) শ্রাবস্তী রায়। কক্সবাজার পৌরসভার মেয়র ও কক্স হেলথ কেয়ার হসপিটালের চেয়ারম্যান মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর জোবাইদুল ইসলাম চৌধুরীর সনচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন মোঃ আলমগীর, বক্ষ্যব্যাধি বিশেষজ্ঞ ডাঃ নুরুল আক্তার চৌধুরী, ডাঃ তাহেরা বেগম, ডাঃ নুরুচ্ছফা চৌধুরী, ডাঃ চেমন আরা বেগম, মোঃ নুরুল ইসলাম চৌধুরী।
সভা শেষে মাওলানা আনোয়ার হোসাইনের বিশেষ দোয়া মোনাজাতের মধ্যদিয়ে ফিতা কেটে ফ্রি চিকিৎসা ক্যাম্পের অফিস উদ্বোধন করা হয়। এসময় হসপিটালের চেয়ারম্যান এবং কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় গরীব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সম্পন্ন মানবিক বিবেচনায় এই ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হচ্ছে।
এটি আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান মেয়র। অন্যদিকে স্বাস্থ্যসেবার মতো এমন সুন্দর মানবিক একটি কাজের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আগামীতেও সব ভাল কাজে যেকোন প্রয়োজনে জেলা প্রশাসন হসপিটালটির পাশে থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) শ্রাবস্তী রায়। এছাড়াও মহতি এই উদ্যোগটি যেন সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয় সে জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানটির এমডি জোবাইদুল ইসলাম চৌধুরী।
উল্লেখ্য, প্রথমদিন শতাধিক অসহায় গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-