অনলাইন ডেস্ক ◑ রাজধানীর টিকাটুলিতে আবাসিক এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক জাতীয় পণ্য মজুত সন্ধানের খবর পেয়ে অভিযান চালিয়েছে র্যাব।
সোমবার বিকেলে টিকাটুলি অভিসার সিনেমা হলের পাশের ভবনটিতে শুরু হয় অভিযান।
বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সহযোগিতায় র্যাব-৩ এর একটি দল সেখানে অভিযান শুরু করেছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। তিনি বলেন, আইসোপ্রোফাইল অ্যালকোহল, ইথানল, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডসহ ঝুঁকিপূর্ণ বিস্ফোরণ পণ্য মজুত করা হয়েছে। কিন্তু এসব মজুতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বা লাইসেন্স তাদের নেই। ঝুঁকিপূর্ণ এসব বিস্ফোরণ পণ্য মজুতে যে ধরনের ব্যবস্থা থাকা অত্যাবশ্যক সে ধরনের ব্যবস্থাও দেখা যায়নি। আবাসিক ভবনে এ ধরনের বিস্ফোরক পণ্যের অবৈধ মজুত থেকে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। চার-পাঁচটি প্রতিষ্ঠান এ মজুতে জড়িত। অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারে আবাসিক ভবনে অবৈধভাবে রাখা কেমিকেল বিস্ফোরণে ৭৮ জন নিহত হন। এ ঘটনার পর বেশ কয়েক দিন কেমিকেল গুদাম সরাতে অভিযান চালায় বিভিন্ন সংস্থা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-