মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ হত্যাকান্ডের ঘটনাস্থলে পরিদর্শনে যাচ্ছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন (বিপিএম-পিপওএম) সহ একটি উচ্চ পর্যায়ের টিম। সোমবার ১৭ আগস্ট বিকেল ৪ টায় র্যাবের মহাপরিচালক টেকনাফের বাহারছরার শামলাপুরে যাবেন। র্যাব-১৫ এর পেইজে দেওয়া এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
গত ৩১ জুলাই খুন হওয়া মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ খানের বড়বোন ও মোঃ শামসুজ্জামানের সহধর্মিণী শারমিন শাহরিয়া ফেরদৌস (৪২) বাদী হয়ে দায়েরকৃত টেকনাফ থানার মামলা নম্বর : ৯/২০২০, জিআর মামলা নম্বর : ৭০৩/২০২০ ইংরেজি (টেকনাফ) মামলাটি তদন্তের জন্য র্যাব-১৫ কে দায়িত্ব দেওয়া হয়েছে। র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম মামলাটি এখন তদন্ত করেছন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-