সিরাজগঞ্জের ইয়াবা ব্যবসায়ীর সাথে ধরা পড়লো রোহিঙ্গা যুবক

জাহেদ হাসান :


চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ২ হাজার ৯শত পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিক সহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে।

শুক্রবার ১৪ আগষ্ট চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ পরিচালক হুমায়ুন কবির খন্দকার নির্দেশনায় পরিদর্শক মোহাম্মাদ সাইফুল ইসলামের নের্তৃত্বে চট্রগ্রাম খ সার্কেল (পটিয়া) কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২জন মাদক পাচারকারীর কাছ থেকে ২ হাজার ৯শত পিস ইয়াবা উদ্ধার সহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।

আটক আসামীরা হলেন, মোহাম্মদ তৈয়ব(২৭) পিতা-সৈয়দ আলম, ঠিকানা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১,উখিয়া কক্সবাজার ও মোঃ ইয়াকুব (২০) পিতা-মোঃ আব্দুল মাছেদ,সাং দিয়ার পাছিল, খোকশাবাড়ি সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে লোহাগাড়া থানায় পৃথক দুটি মামলা দেওয়া হয়েছে এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।

আরও খবর