সিনহা হত্যা: জড়িতদের সঙ্গে পুলিশের সাজানো ৩ সাক্ষীর সংশ্লিষ্টতা মিলেছে

ডেস্ক রিপোর্ট ◑ মেজর অবসরপ্রাপ্ত সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের সঙ্গে পুলিশের সাজানো ৩ সাক্ষীর সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে র‍্যাব। আগামীকাল বৃহস্পতিবার তাদের র‍্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে।

বুধবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, এছাড়া এই হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও ফোনালাপের বিষয়েও তদন্ত করা হবে। অন্যদিকে শিপ্রা ও সিফাতকে তদন্তকারী কর্মকর্তারা যেকোনো সময় জিজ্ঞাসাবাদ করবে। তারা বর্তমানে মানসিকভাবে খুবই বিপর্যস্ত হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদে সময় নেয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার দুপুরে বাহারছড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। এরা হলো- নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।

গ্রেফতাররা সিনহা রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলার সাক্ষী। এরা হত্যাকাণ্ডের পর সিনহা রাশেদ খানকে ডাকাত বলে প্রচার করেছিল।

আরও খবর