চকরিয়ায় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজু দাশ, চকরিয়া ◑

কক্সবাজার চকরিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম প্রধান অতিথি উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, মেয়র আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াসউদ্দিন চৌধুরী চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা পরিষদের মহিলা ভইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, থানার ওসি তদন্ত মিজানুর রহমান।
সভায় আরো উপস্থিত ছিলেন,  চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মোহাম্মদুল হক, সমাজ সেবা কর্মকর্তা অমিত হাসান,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম সহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় এমপি জাফর আলম বক্তব্যে বলেন,
কক্সবাজারের প্রবেশমুখ হচ্ছে চকরিয়া উপজেলা এ উপজেলার পৌর শহরকে যানজট মুক্ত করার জন্য নির্দেশনা দেন। তা ছাড়া বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ইভটেজিং এবং মাদক প্রতিরোধের ব্যাপারে জনপ্রতিনিধিদের সর্তক বা কঠোরহস্তে দমনের জন্য নির্দেশ প্রদান করেন।

আরও খবর