গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ আগস্ট (সোমবার) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম,বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভুমি) আবুল মনসুর, টেকনাফ মডেল থানার নবাগত (ওসি) অবুল ফয়সল, ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার(মিলি), (তদন্ত) ওসি এবি এম,এস দোহা, জেলা পরিষদ সদস্য শফিক মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহির হোসেন এমএ,টেকনাফ পৌরসভা আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, শাহপরদ্বীপ সাংগঠনিক শাখার আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব সোনা আলী, ইউনিয়ন থেকে আগত ইউপি চেয়ারম্যান যথাক্রমে নুর আহাম্মদ আনোয়ারী, রাশেদ মোহাম্মদ আলী, মৌলভী আজিজ উদ্দিন।
উক্ত সভায় বক্তারা নিজ নিজ এলাকার আইন-শৃংখলার সার্বিক পরিস্থিতি এবং মাদক পাচার অব্যাহত থাকার কারণ নিয়ে গুরুত্বপুর্ন বক্তব্য তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে টেকনাফ মডেল থানার নবাগত (ওসি) আবুল ফয়সল বলেন মাদক পাচার প্রতিরোধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে।
তিনি হুশিয়ারী উচ্চারণ করে আরো বলেন, কোন দালাল আমাকে ফোন করবেন না,কারন আমি দালাল পছন্দ করিনা।
কেউ যদি নিজের স্বার্থ হাসিল করার জন্য মিথ্যা তথ্য দিয়ে পুলিশের চলমান অভিযানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে সেই সমস্ত অপরাধীদের আইনের আওয়তাই নিয়ে এসে কঠোর হস্তে দমন করা হবে।
মাদকের আগ্রাসন রুখে দিতে স্থানীয় জনগনের সহযোগীতা কামনা করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে টেকনাফ উপজেলার মাদক কারবারে জড়িত নেই অথচ মিথ্যা মাদক মামলার আসামী করা হয়েছে। সেই সমস্ত মামলা গুলো সঠিক ভাবে তদন্ত করে মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য আহবান জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-